নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ৪টি নতুন গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে জেলার পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) পুলিশ সুপার কার্যালয়ে নতুন এসব গাড়ির চালকদের হাতে চাবি তুলে দেন। পুলিশ হেডকোয়ার্টার থেকে পাওয়া এই ৪টি গাড়ির মধ্যে একটি জীপ, একটি এ্যাম্বুলেন্স, ২টি পিকআপ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খাঁন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ফজল ই খুদা, ট্রাফিক ইন্সপেক্টর মো. সারোয়ার হোসেনসহ পুলিশের বিভিন্নস্তরের কর্মকর্তা। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।
আধুনিক মানের গাড়িগুলো পাওয়ায় পুলিশের কিছুটা হলেও সমস্যা সমাধান হবে ও জেলা পুলিশের কাজে গতি বাড়বে। বিশেষ করে পুলিশ পরিবারের জন্য বিভিন্ন সময়ে রোগীদের বাইরের যানবাহনে চিকিৎসার ব্যবস্থা করতে হয়। নিজস্ব এ্যাম্বুলেন্স হওয়ায় অনেক উপকার হলো জেলা পুলিশের।
পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলায় ৪টি গাড়ি প্রদান করায় পুলিশ হেডকোয়ার্টারসহ গাড়ি প্রদানের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। -কপোত নবী।
Leave a Reply