নিজস্ব প্রতিবেদক : ১৯ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে ৩৬৬ জন হোম কোয়ারেন্টাইনে ভর্তি হয়েছে।
এর মধ্য ২৯৯ জন ইটালি ফেরত রয়েছে। এ ছাড়াও কোরিয়া, ভারতসহ বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীও রয়েছে। এরই মাঝে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক সার্বক্ষণিক কোরণা ভাইরাসের ব্যাপারে মনিটরিং করছেন। শক্ত অবস্থানে রয়েছে জেলা প্রশাসন।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস প্রতিরোধে জেলা সদরে ৪ বেডের ও উপজেলায় ২ বেডের আইসোলেসন ইউনিট চালু করা হয়েছে।
তিনি আরো জানান, বিদেশ ফেরত সকল পাসপোর্টধারীদের স্বেচ্ছায় ২ সপ্তাহ হোমকোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়াও হোমকোয়ারেন্টাইনে সঠিক নিয়ম মানা হচ্ছে কিনা তা স্বাস্থ্য বিভাগ মনিটরিং করছে।-কপোত নবী।
Leave a Reply