রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর দিল আফরোজ খুকী একজন পেশায় পত্রিকা বিক্রেতা। খুকীর দেশ টিভিতে ২০০৯ সালে প্রকাশিত নিউজটি হঠাৎ ফেসবুকে গত ৮/১১/২০২০ সকলের নজরে আসলে সাহায্যের হাত বাড়িয়ে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
এক সূত্রের মাধ্যমে জানা যায়,
পররাষ্ট্র প্রতিমন্ত্রী নির্দেশে রাজশাহী জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক হাসিনুর ইসলাম সজল খুকীর বাসায় যায়। এবং তার কি ধরণের সহযোগীতা দরকার তা জেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে জানান। এর পর ১০-১১-২০ তারিখ রাজশাহী জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক হাসিনুর ইসলাম সজল প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী (টিউবওয়েল, ফ্যান,নতুন কাপড়,কম্বল,বিছানার চাদর,মশারী,ইত্যাদি যাবতীয় প্রতিদিন ব্যবহারের জিনিস, নগদ অর্থ) তার বাসায় পৌছে দেয়। সেই সাথে তার খাওয়া ও মাসিক খরচ এবং তার দেখা শোনা করার জন্য একজন মানুষকে দায়িত্ব দেয়। এদিকে জানা যায়, দিল আফরোজ খুকী যতটুকু রোজগার করেন তা থেকে নিজের পাশাপাশি অন্যান্যদের সাহায্য সহযোগিতা করেন।
এমন মানবিক কাজে সহযোগিতা করার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন এলাকার বিভিন্ন পর্যায়ের মানুষ।
Leave a Reply