নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানা পরিদর্শন করেছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, বিপিএম পিপিএম (বার)। শনিবার বিকেলে পুলিশ সুপার ভোলাহাট থানা ও বিট পুলিশিং কার্যক্রম তদারকি করেন।
ভোলাহাট পৌঁছালে পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, বিপিএম পিপিএম (বার) কে ফুলেল শুভেচ্ছা জানান, অফিসার ইনচার্জ ওসি ভোলাহাট থানা মো. মাহবুবুর রহমান।
এসপি আবদুর রকিব থানার অফিসার ও ফোর্সদের বক্তব্য শুনেন। এ ছাড়াও তাদের শীতকালে সাবধানে ডিউটি করার জন্য নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। এ সময় ভোলাহাট থানার ওসি তদন্ত, ওসি অপারেশনসহ অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন। – কপোত নবী।
Leave a Reply