মোঃ জামিল হোসেন:চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে টানা বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। টানা বৃষ্টিতে ভোলাহাটের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে উপজেলার বিভিন্ন রাস্তায় হাঁটু পানি জমে গেছে। গত কিছুদিন থেকে শুরু হওয়া বৃষ্টি সারাদিন অব্যাহত থাকছে। আরও কয়েকদিন এমন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
টানা বৃষ্টিপাতে ভোলাহাটের পথ-ঘাট নিমজ্জিত হওয়ায় চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। সড়কে পথচারী ও যানবাহন চলাচল কমে গেছে। এক প্রকার ফাঁকা হয়ে পড়েছে।
বৃষ্টিতে উপজেলার রাস্তায় হাঁটু পানি জমে গেছে। সড়কে যানবাহন চলাচলও থমকে গিয়ে ভোগান্তির মাত্রা বাড়িয়ে দিয়েছে। ব্যস্ততম মেডিকেল মোড়ে নেই কোন যানবাহন, আম ফাউন্ডেশন, কলেজমোড়েত আশে -পাশের অনেক রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে ভোলাহাটবাসী।
Leave a Reply