নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার উপর চাপড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. আহসান (৪০), একই উপজেলার তেলকুপি খাবারটোলা গ্রামের কামরুজ্জামানের ছেলে শিমুল (১৫) ও নওগাঁ জেলার নিয়ামতপুর থানা এলাকার ধানসা এলাকার জালাল উদ্দিনের ছেলে মো. আরিফ হোসেন (২২)।
নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জদের নাচোল উপজেলার চৌপুকুরিয়া মোটাপাড়া জামে মসজিদের সামনে থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে অভিযান টি চালায় পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা রুজু করা হয়। – কপোত নবী।
Leave a Reply