মোঃজামিল হোসেন :চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৩০ সেপ্টেম্বর সোমবার প্রবল বৃষ্টির কারনে আবু বক্কর আবু( ৫৫) নামের লোকের চায়ের দোকানটি ভেঙ্গেগেছে।গোপিনাথপুর গ্রামের মৃত কলিমুদ্দিনের ছেলে চা দোকানী আবুর সংসারে ২ ছেলে ২ মেয়েসহ ৬জনের সংসার।দীর্ঘদিন ধরে চা বিক্রি করে সংসার চালিয়ে আসছেন তিনি।দোকানে আরো ৪জন কর্মচারী কাজ করেন চলে তাদেরোও সংসার।
দোকানটি ভোলাহাট উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন।জানা গেছে দোকানের উপরে ছিল টাইল বৃষ্টিতে ভিজে ভারি হয়ে যাওয়ায় খুটি ভেঙ্গে বসে যায়।দোকানে থাকা ফ্রিজ, টেবিল, চেয়ার, খাবার ইত্যাদি নষ্ট হয়ে গিয়েছে।
ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১লক্ষ ৫০ হাজার টাকা।চা দোকানী আবু জানায়, দোকানটি আমার সম্বল ছিল এখন আমার কিছুই নেই বলতে গেলে নিঃশ্ব।সমাজের বিত্তবান লোকদের ও সরকারিভাবে কোন সহযোগিতা পায় তবে আমি আমার চায়ের দোকানটা আবারো শুরু করতে পারবো।
খবর পেয়ে তাৎক্ষনিক উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন ভেঙ্গে যাওয়া চা দোকানটি পরিদর্শন করেন এবং পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস দেন।
Leave a Reply