নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট -চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবস উপলক্ষে মঙ্গলবার ৫ অক্টোবর সকাল ১০টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কল্যাণ সমিতির আয়োজনে ভোলাহাট উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থান মিলিত আলোচনার মাধ্যমে শেষ হয় ।
উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কল্যাণ সমিতির সভাপতি ও সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শুকুরের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল। ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, প্রকল্প বাস্তবায়নঅফিসারকাউসারআলমসরকা, উপজেলা আ’ লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ,রামেশ্বর স্কুলের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা পাখি প্রমূখ।এসময় বক্তরা মুজিব বর্ষে মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবী জানান ।এবং পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর৷ কুমার পাল এর হাতে একটি স্বারকলিপি প্রদান করেন।
Leave a Reply