নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে
১টি ডিসকভার ১২৫ সিসি আরেকটি ডিসকভার ১১০ সিসি ও ১টি লিভোসহ মোট ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও আন্তঃজেলা চোর সিন্ডিকেটের ৪ জনকে গ্রেপ্তার করেছে ভোলাহাট থানা পুলিশ।
গত শনিবার ৩০ মার্চ রাত ৯ থেকে ৩১ বেলা ২টা পর্যন্ত অভিযান চালিয়ে ভোলাহাট উপজেলার ৩ জন ও শিবগঞ্জবুপজেলা থেকে একজন গ্রেফতার করা হয়।
আটককৃত আসামিরা হলো -ভোলাহাট আলীসাহাসপুর গ্রামের আব্দুস শুকুরের ছেলে মোর্সেদ আলী, ধরমপুর গ্রামের সবুরের সম্রাট আলী,ইমামনগর গ্রামের রফিকুলের ছেলে শহিদুল ও শিবগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের নজরুলের ছেলে সুমন।
এসময় ফেসবুক স্টাটাসে ওসি লিখেন
নিচে মোটরসাইকেলের ছবি আছে। কারো হারানো মোটরসাইকেল এর সাথে মিলে গেলে ইঞ্জিন নং ও চেসিস নং ০১৩২০১২৫৬৭৩ এই নাম্বারে হোয়াট’স অ্যাপে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
ভোলাহাট ওসি সুমন কুমার জানায় আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া তিনি বলেন, অভিযান চলমান রয়েছে।
Leave a Reply