ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ১০ বোতল ফেনসিডিলসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার ২৭ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানার এস আই মোকবুল হোসেনের নেতৃত্বে সঙ্গীও ফোর্স নিয়ে সন্ধা ৬টার দিকে উপজেলার আমফাউন্ডেশন বোমপুতা মোড় পাকা রাস্তার উপর থেকে ১০ বোতল ফেনসিডিলসহ ভোলাহাট উপজেলার বাহাদুরগঞ্জ গ্রামের এনামুল হকের ছেলে হিমেল শেখ (২০) ও একই গ্রামের কুদ্দুস মাষ্টারের ছেলে কবির (৩৫)কে গ্রেফতার করা হয়।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার বিষয়টি নিশ্চিত করেন এবং এ ব্যাপারে মামলা হয়েছে বলে জানান। আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে এ রিপোর্ট লেখার সময় তিনি বলেন।
Leave a Reply