নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মহানন্দা নদীতে ডুবে ২শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের বজরাটেক মুন্সিগঞ্জ গুজুর ঘাটে গোসল করতে নামলে তাদের মৃত্যু হয়। এতথ্য নিশ্চিত করেছেন থানার ওসি সুমন কুমার।
মৃত শিশুরা ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের রাধানগর কলোনির সুবোধ মিস্ত্রির ছেলে মো. আজিজুল হক (১১) ও আব্দুল কাদিরের ছেলে মো. জিহাদ (১১)।
ভোলাহাট থানার ওসি সুমন কুমার বলেন, দুপুর বেলায় মহানন্দা নদীর গুজুর ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হয় আজিজুল ও তার সহপাঠি জিহাদ (১১)। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল নদীতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।
চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
Leave a Reply