নিজস্ব প্রতিবেদক :বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বাংলা নববর্ষকে স্বাগত জানানো হয়।
আজ রবিবার(১৪ এপ্রিল) দিবসটি পালনে অনুষ্ঠিত শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
ইউএনও’র দায়িত্বে থাকা চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ সুলতান আলী,ভোলাহাট থানার অফিসার ইনচার্জ সুমন কুমার, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ জেলা আওয়ামীলের মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সাধারণ সদস্য হোসনে আরা পাখি,ভোলাহাট উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক আলামিন মাষ্টারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরে পান্তা খাওয়া ও উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময়ভোলাহাট উপজেলার স্থানীয় সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
Leave a Reply