শফিকুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে টেলিমেডিসিন প্রকল্প বাস্তবায়নে লক্ষ্যে স্বাস্থ্যকর্মীদের মাঝে চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রহনপুর পৌর এলাকার বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট সেন্টার (বিআরডিসি) এর প্রধান কার্যালয়ে এ চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। বিআরডিসি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাববুল হোসেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ, রহনপুর ইউ’পি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, এমকেএসএস চেয়ারম্যান সেলিম রেজা ও নির্বাহী পরিচালক রোজিনা আকতার, গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply