ডি এম কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাঙ্গা যুব উন্নয়ন সংঘের সহযোগিতায় ও ডা. গোলাম রাব্বানীর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২২ মে রোববার দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেন, বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি ডা. গোলাম রাব্বানী।
ফ্রি মেডিকেল ক্যাম্পে ডা. গোলাম রাব্বানী ছাড়াও অন্যানের মধ্যে চিকিৎসা প্রদান করেন, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. দেলোয়ার, গাইনী বিশেষজ্ঞ সোনিয়া আক্তার, নাক কান গলা ও হেডনাক বিশেষজ্ঞ ডা. শহিদুল ইসলাম, হাড়জোড় বিশেষজ্ঞ ডা. নাসির উদ্দিন, ডেন্টাল চিপ কনসালটেন্ট ডা. সুমি ও সার্বিক সহযোগিতায় আবদুল মালেক মানিক।
এ বিষয়ে ডা. গোলাম রাব্বানী জানান, পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নে এমন চিকিৎসা ক্যাম্পে ফ্রী চিকিৎসা সেবা দেয়া হবে। আজ ২০০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
Leave a Reply