নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শামিম হত্যার প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় নাচোল বাসস্ট্যান্ড মোড়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন নাচোল উপজেলা শাখাসহ এলাকাবাসী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনের সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নাচোল উপজেলা শাখার সভাপতি এডভোকেট মোস্তাফিজুর রহমান (বুলেট), প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল নাচোল উপজেলা মতিউর রহমান।
এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মানবাধিকার কমিশন নাচোল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও এনমাস’র সভাপতি শাকিল রেজা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার, মহিলা বিষয়ক সম্পাদক ও আদিবাসী নেত্রী রঞ্জনা রানী, নির্বাহী সদস্য ফারুক আহমেদ,
নাচোল ইসলামী তরুণ প্রজন্মের সভাপতি আলিমুল আনসারি কালু, সমাজ সেবক তরিকুল ইসলাম, মৃত শামীম হোসনের প্রতিবেশী মাসুম, মৃত শামীম হোসনের পরিবারের পক্ষ থেকে খুুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বক্তব্য দেন মৃত শামীমের পিতা শামসুদ্দিন, দুলাভাই মাজাহারুল, ফুফাত ভাই ওসিম উদ্দিন আপেল প্রমুখ। মানববন্ধনে বক্তারা শামীম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের বিচার দাবি করেন।
Leave a Reply