চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ:
উপজেলার কানসাট আম আড়ৎদার ব্যাবসায়ী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে,আম বাজারে খালি ক্যারাটে খাজনা ও অতিরিক্ত খাজনা আদায় সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে শনিবার বিকালে কানসাট বলাকা মার্কেটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন, কানসাট আম আড়ৎদার ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী এমদাদুল হকের সভাপতিত্বে,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবিব, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,
আম আড়ৎদার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক টিপু,আম আড়ৎদার ব্যাবসায়ী সমিতির সহ সভাপতি নেফাউর রহমসন বিল্টু মেম্বার সহ আম চাষি ও আম ব্যবসায়ী, ক্যারেট ব্যবসায়ীরা ।
ইজারাদারদের আমের খাজনা আদায়ের নামে খালি ক্যারেট বা ডালির খাজনা বন্ধ সহ অতিরিক্ত চাঁদা আদায় বন্ধের দাবি জানান বক্তারা
Leave a Reply