ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী ভোলাহাট উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ৪ জুলাই সোমবার সকাল ১১টারদিকে উপজেলা চত্বরে কৃষি দপ্তরের সামনে উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম এর সভাপতিত্বে উপজেলার ৫’শ জন কৃষকের মাঝে প্রণোদনা হিসেবে ৪’শ জনকে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি,এবং ১’শ জনের মাঝে ১ কেজি করে পিয়াজের বীজ ও ২০ কেজি ডিএপি,২০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা কৃষি সসম্প্রসারণ কর্মকর্তা কৃষিবীদ মোঃ সুলতানুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির প্রকল্প বাস্তবায়ন অফিসার কাউসার আলম সরকার, উপসহকারী কৃষি অফিসার সৈয়দ সাগর আলীসহ অন্যান্য উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।
এ সময় বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, খরিপ -১/২০২২ -২৩ রোপা আমন ধানের উপশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক স্যার ও মৌসুমে গ্রীম্মকালীন পেঁয়াজ, ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার চারটি ইউনিয়নে ৪’শ জনের মাঝে রোপা আমন ধানের বীজ ও ১০০জনকে পিয়াজের বীজ মোট ৫’শ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেয়া হচ্ছে।এসব বীজ প্রধানমন্ত্রীর উপহার যেন যথাযথভাবে কাজে লাগানো হয় বলে কৃষকদের নির্দেশ দেওয়া হয়।
Leave a Reply