ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
ভোলাহাট উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ৪৭- তম জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকাল ০৮-০০ টায় ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম এর নেতৃত্বে উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর ধারাবাহিকভাবে পুস্পস্তবক অর্পণ করে ভোলাহাট উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ড, ভোলাহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমানের নেতৃত্বে ভোলাহাট থানা পুলিশ,ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন আলী শাহের নেতৃত্বে ভোলাহাট উপজেলা আওয়ামী লীগ, অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন (ভারপ্রাপ্ত) – এর নেতৃত্বে ভোলাহাট সরকারি মহিলা কলেজ,ভোলাহাট সোনালী ব্যাংক শাখার ম্যানেজার নেসার উদ্দিনের সোনালী ব্যাংক ভোলাহাট শাখা ।
এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও ক্লাব, সংগঠন, সেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং এনজিও পুস্পস্তবক অর্পণ করে।
এসময় উপজেলা পরিষদের পেশ ঈমাম মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর সহ সকল শহীদদের স্মরণে ও রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
অন্যান্য কর্মসূচির মধ্যে সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর আদর্শ ও জীবনের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে দোয়া, আলোচনা সভা ও চিত্রাংনের আয়োজন করে।
Leave a Reply