ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা শিক্ষা দপ্তরের আয়োজনে র্যালি ,গল্প বলার আসর ও সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ সেপ্টেম্বর শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গল্প বলার আসর ও সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ সায়েদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির।
মীনা দিবসের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার এস এম মিজানুর রহমান। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply