ভোলাহাট( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
আজ শনিবার সকাল ১১টায় কলেজ মোড়স্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বীর মুক্তিযোদ্ধাদের হাতে সনদ ও স্মার্টকার্ড তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোঃ রাব্বুল হোসেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, ভোলাহাট সদর ইউপি চেয়ারম্যান পিয়ার জাহান, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, দলদলী ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আপসার আলী, মুক্তিযোদ্ধা তৌমুর রহমান।
এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের হাতে প্রথম ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ডটি তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন।
এ সময় জানা যায়, উপজেলার ১৯৮ জন বীর মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সনদ ও স্মাট আইডি কার্ড প্রদান করা হয়।
Leave a Reply