নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় দেশের অন্যান্য উপজেলার থেকে চিকিৎসা সেবার দিক দিয়ে একেবারে পিছিয়ে।
এ সমস্যাকে মাথায় রেখে ২৪ঘন্টা উপজেলার ১লাখ ২০ হাজার মানুষকে চিকিৎসা সেবা দিতে অত্যাধুনিক পরীক্ষা যন্ত্র নিয়ে এক ঝাঁক চিকিৎসকের সমন্বয়ে ২২অক্টোবর শনিবার বিকেলে “ভোলাহাট মডেল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার”এর উদ্বোধন করা হয় উপজেলার মেডিকেল মোড়ের নবাব বিগ বাজার।
ক্লিনিকের এমডি মোঃ সাইফুল আহমেদ বিশ্বাস সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ,রসায়নবিদ মোঃ রেজাউল করিম, ডাঃ মোঃ ইসমাইল হোসেন, ডাঃমোসাঃআবিদা আফরোজসহ অন্যরা।
Leave a Reply