নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও সোনালি ব্যাংক লিমিটেড ভোলাহাট শাখার যৌথ সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ বৃহস্পতিবার সকালে ভোলাহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক লিমিটেড ভোলাহাট শাখার ম্যানেজার মোঃ খন্দকার হাবিব আনোয়ার।
এসময় মূল রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের সহকারী পরিচালক মোঃ ফিরোজ আহম্মেদ ও মোঃ শামীম হোসেন। আরও উপস্থিত ছিলেন ভোলাহাট সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন, ভোলাহাট মোহবুল্লাহ কলেজেের অধ্যক্ষ মোঃ রহমত আলী, বীর মুক্তিযোদ্ধাগণ সহ সোনালী ব্যাংক লিমিটেডের কর্তাব্যক্তিরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এসময় জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে নানা তথ্য তুলে বক্তব্য দেন উপস্থিত অতিথিবৃন্দ।
Leave a Reply