নিজস্ব প্রতিবেদক: ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা হতে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা। জানা গেছে আগামী ২২ মার্চ চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
“দেশের একটি পরিবারও ভূমিহীন ও গৃহহীন থাকবে না” মুজিববর্ষে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করেছে ভোলাহাট উপজেলা প্রশাসন,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,বীরমুক্তিযোদ্ধা ও স্থানীয় গণমাধ্যমসহ জনগণ।
শুক্রবার বরেন্দ্র নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম । তিনি জানান, ভোলাহাট উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ম, ২য় ও ৩য় পর্যায়ে মোট ১১২২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমির দলিলসহ পাকা ঘর বিদ্যুৎ,পানির সুব্যবস্থা, রাস্তা ছাড়াও অন্যান্য সুবিধা দেয়া হয়েছে।কয়েকটি স্থানে মসজিদ,স্কুল,খেলার মাঠ নির্মাণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের প্রশিক্ষণ ও ঋনের ব্যাবস্থা করা হয়েছে যাতে তারা স্বাবলম্বী হতে পারে।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২’ এর আওতায় ভোলাহাট উপজেলায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন ও সাংবাদিকদের সমন্বয়ে ভূমিহীন-গৃহহীন বাছাই করে পুনর্বাসন করা হয়েছে। হালনাগাদ নিরুপিত তালিকা অনুযায়ী ভোলাহাট উপজেলা ভূমিহীন, গৃহহীন মুক্ত হতে যাচ্ছে। যদি পরবর্তীতে ভূমিহীন গৃহহীন পাওয়া যায় নতুন করে গৃহ নির্মাণ করে দেয়া হবে।
Leave a Reply