নিজস্ব প্রতিবেদক : ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ভোলাহাট উপজেলাকে ২২ মার্চ ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে প্রেসব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম।
২০ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত প্রেসব্রিফিং এ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম বলেন, ভোলাহাট উপজেলায় কয়েক ধাপে মোট ১হাজার১২২ জন ভূমিহীন ও গৃহহীনদের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের মাধ্যমে যাঁচাই বাছাই করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পাকা বাড়ি দেয়া হয়েছে। এ সব পরিবার বাড়ী পেয়ে বিভিন্ন ভাবে নিজের বাড়িতে বসে স্বাবলম্বী হয়েছেন অনেকেই। সরকারি অনেক সুযোগ-সুবিধা ভোগ করতে পারছেন। তাঁদের মুখে প্রধানমন্ত্রী হাঁসি ফুটিয়েছেন। ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি গণভবন থেকে ভোলাহাট উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন বলে প্রেসব্রিফিং এ নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি বলেন, পরবর্তীতে প্রাকৃতিক দুর্যোগে কোন ব্যক্তি ভূমিহীন ও গৃহহীন হয়ে পড়লে তাঁদের ব্যবস্থাও গ্রহণ করা হবে। এদিকে তথ্যগত ভুলের কারণে যারা বাড়ি পেয়েছেন অধিকতর যাঁচাই বাছাই করে যারা পাওয়ার যোগ্য তাদেরকে দেয়া হবে।
প্রেসব্রিফিং এ উপস্থিত ছিলেন, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি মোঃ গোলাম কবির, সাধারণ সম্পাদক শাহ কবিরসহ স্থানীয় সাংবাদিকেরা।
এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসার আলম সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলামসহ অন্যরা।
পরে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ও গৃহহীনদেরকে গৃহ প্রদান করায় দেশ নেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
Leave a Reply