নিজস্ব প্রতিবেদক :চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও কৃষি কর্মকর্তার সহযোগিতায় প্রধানমন্ত্রীর উপহার ঘরের বাসিন্দাদের নিয়ে মতবিনিময় ও ইফতারের আয়োজন করা হয়।
৪ এপ্রিল মঙ্গলবার উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের গোহালবাড়ী হাট ও কবরস্থান সংলগ্ন হাঁড়ি ধোয়ায় প্রধানমন্ত্রীর উপহারের ২০টি ঘরের পরিবারের সকল সদস্যের নিয়ে তাঁদের ঐখানে মতবিনিময় ও ইফতারের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমসহ কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসার আলম সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা মোঃ শাহাজাহান মানিক, সমবায় কর্মকর্তা মোঃ সবুজসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ। এ সময় ২০টি পরিবারের সদস্যদের কোন রাস্তার ব্যবস্থা না থাকায় যাঁদের জমি দিয়ে রাস্তা করা যাবে তাঁদের সাথে আলোচনা করে রাস্তা করার উদ্যোগ নেয়া হয়। এ সময় উপস্থিত সকলে বলেন, রাস্তা হলে জমির মালিকেরা সুবিধা পাবেন। সেই সাথে জমির মূল্য বৃদ্ধি হবে আলোচনায় উঠে আসে। এ সময় রাস্তা তৈরির কথা শুনে উপস্থিত প্রধানমন্ত্রীর গৃহ পাওয়া পরিবারগুলোর মুখে আনন্দ ফুটে উঠে।
Leave a Reply