নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। আজ সকালে একটি মঙ্গল শোভাযাত্রা ভোলাহাট উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয় ।
পরে স্থানীয় শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্মবোধক পল্লীগীতি, ভাওয়াইয়া গান পরিবেশিত হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম,উপজেলা কৃষি অফিসার মোঃ সুলতানুল ইসলাম, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা,ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির,জেলা পরিষদের মহিলা সদস্য হোসনে আরা পাখি, ভোলাহাট সদর ইউপি চেয়ারম্যান পিয়ার জাহানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Leave a Reply