নিজস্ব প্রতিবেদক :
ভোলাহাট থানার পঞ্চানন্দপুর জামে মসজিদের সুদীর্ঘ ২৮ বছর ইমাম ও খতিবের দায়িত্বে থাকা ইমামের অবসরে বিদায়ী গণসংবর্ধনার মাধ্যমে সম্মান জানিয়েছে এলাকার জনসাধারণ ও মুসল্লিরা। সেইসঙ্গে
নগদ টাকা, বিভিন্ন উপহার সামগ্রী ও ক্রেস্ট বিদায়ী ইমামের হাতে তুলে দেওয়া হয়।
জেলার ভোলাহাট উপজেলাধীন ০৩ নং দলদলী ইউনিয়নের পঞ্চানন্দপুর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা গোলাম আকবর সাহেবের সঙ্গে ঘটে এমন ব্যতিক্রমী ঘটনা। উল্লেখ্য যে , তিনি একাধারে পঞ্চানন্দপুর , খড়কপুর ও হরিপুর এই তিন গ্রামের সম্মিলিত ইদগাহেরও সুদীর্ঘ ২৮ বছর ধরে ইমামতি করেন। ফলে ঈদগাহ কমিটির পক্ষ থেকেও বিদায়ী অতিথিকে সম্মাননা প্রদান করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, মাওলানা গোলাম আকবরের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বালিয়াডাংগা এলাকায়। তিনি ১৯৮৩ সালে খালে আলামপুর আলিম মাদ্রাসায় আরবী প্রভাষক পদে যোগদান করে ৩৯ বছর পর সদ্যই অবসরে যান।
এই রাজকীয় বিদায়ী সংবর্ধনায় মসজিদ কমিটির সম্মানিত সভাপতি মাওলানা বাদরুদ্দোজা ও সম্মানিত সেক্রেটারি মাওলানা মোহা: আব্দুল হাই, মাওলানা হোজায়েরুল ইসলামসহ স্থানীয় উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অত্র মসজিদ এলাকার কৃতি সন্তান বর্তমানে রাজশাহীতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত জনাব মাহবুব আলম।
অনুষ্ঠানে উপস্থিত বক্তাদের বক্তব্যে ইমাম সাহেবের দীর্ঘ নেক হায়াত কামনা, সুস্থ সুন্দর জীবন যাপনে দোয়া এবং ভুল-ত্রুটির জন্যে হুজুরের কাছে ক্ষমা চাওয়া হয়।বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে গ্রামবাসীর সম্মিলিত উপস্থিতিতে ইফতার মাহফিল সুসম্পন্ন হয়।
উক্ত বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এমাজউদ্দীন মাস্টার,মাওঃ মোঃ জামাল উদ্দিন, আমিনুল ইসলাম মাস্টার, আবু সাইম মাস্টার, আজিজুর রহমান মাস্টার ডাক্তার হানজালাল, সাবেক মেম্বার মোস্তাকিম আরমি,গোলাম ফারুক, অত্র মসজিদ পরিচালনা কমিটি ও গ্রামের মোসল্লিসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা।
Leave a Reply