ভোলাহাট (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন স্থানীয় সাংসদ মুঃ জিয়াউর রহমান।
২০ আগষ্ট রবিবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ভোলাহাট সদর ইউনিয়নের হাঁসপুকুর হতে ঈদগাহ পর্যন্ত ১২৬ মিটার পাকা রাস্তা, শিকারী মোড় এফআরএ হতে সুরানপুর বাজার পর্যন্ত ১৪৪০ মিটার পাকা রাস্তা, জামবাড়িয়া ইউনিয়নের কালীনগর মনিরুলের বাড়ির পাকা রাস্তা হতে সিদ্দিক হাজীর আম বাগান পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ, বড় জামবাড়িয়া ইমদাদুলের বাড়ি হতে গোলাপের বাড়ি ভায়া মসজিদ ও বেনজিরের বাড়ি পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন ৪৪, চাঁপাই নবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান।
পরে বিকেলে উপজেলা হলরুমে অসহায় ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, এলজিইডি উপজেলা প্রকৌশলী মোঃ আছহাবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল গাফফার, সাধারণ সম্পাদক ও গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, সহ-সভাপতি মোঃ আফরাজুল হক, সহ সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আহমেদ বিশ্বাস জেলা পরিষদ সদস্য মোসাঃ হোসনে আরা পাখি সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
Leave a Reply