নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের ফুটানীবাজারে রাজ মেডিসিন কর্ণার নামে ওষুধের দোকানের স্থান পরিবর্তন ও শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে ফুটানি বাজারের আলহাজ জালাল উদ্দিনের মার্কেট থেকে স্থান পরিবর্তন করে বাজারের পশ্চিমদিকের সামিম মার্কেটে শুভ উদ্বোধন করা হয়। এবং উদ্বোধনের মাধ্যমে নতুন উদ্যোমে পথ চলা শুরু করলো রাজ মেডিসিন কর্ণার।
রাজ মেডিসিন কর্ণারের স্বত্বাধিকারীরা রাজ চৌধরী তার ফেসবুক স্টাটাসে কাষ্টমার ও ভক্তদের উদ্দ্যেশ্যে লিখেছেন ৮ বছর এক জায়গায় ছিলাম… অনেক মায়া জমেছিলো সেখানে। এখন মায়া কাটিয়ে নতুন জায়গায় নতুন ভাবে শুরু করলাম সবাই দোয়া করবেন।
Leave a Reply