ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সুমন কুমার যোগদান করেছেন। ৩২তম ব্যাচে তিনি সর্বপ্রথম পুলিশ বাহিনীতে যোগদান করেন। সুমন কুমার সাবেক ওসি মোঃ সেলিম রেজা স্থলাভিষিক্ত হয়ে ১২ নভেম্বর বিকেলে থানার দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি বগুড়া ডিবির ওসি -২ হিসেবে কর্মরত ছিলেন।
নতুন ওসি ভোলাহাট উপজেলার সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন। ভোলাহাট থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ সুমন কুমার রাজশাহী কলেজ থেকে উচ্চ শিক্ষা অর্জন করেন। তিনি বিভিন্ন জায়গায় সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
Leave a Reply