নিজস্ব প্রতিবেদক :
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সাবেক সাংসদ সদস্য,বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা এবং ৭১ এর বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞার দিকনির্দেশনায় শিবগঞ্জ উপজেলা বিএনপি এবং এর সহযোগী অঙ্গগসংগঠনের নেতাকর্মীবৃন্দ ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেন।
এই উপলক্ষে নেতাকর্মীবৃন্দ শনিবার সকালবেলা এক বিশাল বর্ণাঢ্য র্যালি বের করেন।র্যালিতে প্রায় তিন হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।র্যালিটি শিবগঞ্জ বাজারের প্রধান প্রধান ফটকগুলো পদার্পণ শেষে শিবগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদ দের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। সর্বপরিশেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম মুকুল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বাবু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সায়মা খাতুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজু, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোখলেসুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক বারিউল ইসলাম তুষার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Leave a Reply