নিজস্ব প্রতিবেদক : গ্রামাঞ্চলে ক্রিকেটের আনন্দটাই ফিকে হতে বসেছিল। স্থানীয় ভাবে জমজমাট ম্যাচের দেখা এখন মেলে খুব কমই। এমন এক সময়ে দারুণ রোমাঞ্চকর এক মিনি নাইট (শর্ট বাউন্ডারি) ক্রিকেট টুর্নামেন্ট উপহার দেয় আইকনিক ইউথ অর্গানাইজেশন । আয়োজনে ছিলনা কোন ঘাটতি। সন্ধা ৬টা থেকেই দর্শক মাঠের চারদিকে কানায় পরিপূর্ণ হয়ে যায়। পাওয়ারফুল সব বৈদ্যুতিক বাতির আলোয় আলোকিত ছিল পুরো খেলার মাঠ।
১০ফেব্রুয়ারী (শনিবার) আইকনিক ইউথ অর্গানাইজেশশের উদ্যোগে বাহাদুরগঞ্জ বাজার সংলগ্ন মাঠে T-10 সুপার ফাষ্ট নাইট মিনিপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলার অনুষ্ঠানে আইকন ইউথ অর্গানাইজেশনের সভাপতি আনোয়ার পারভেজ আদিত এর সভাপতিত্বে এসয় অতিথি উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদীকা ও জেলা পরিষদের সদস্য হোসনে আরা পাখি,ভোলাহাট উপজেলা আ’লীগের যুগ্নসাধারণ সম্পাদক আল আমিন মাষ্টার,ভোলাহাট ১ং ইউনিয়ন আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন রজব,আইকন ইউথ অর্গানাইজেশনের উপদেষ্টা রাজু আহমেদ, হাবিবুর রহমান লিটন,আলমগীর মেম্বার, আব্দুর রহমান সৈকত মেম্বার প্রমূখ।
ফাইনাল খেলাটির উদ্বোধন দেখে দর্শকরা উচ্ছাস প্রকাশ করেন।
টুর্নামেন্টের ফাইনাল খেলায়,নিউ মান্নান জুয়েলার্স বনাম সূর্যের ছেলেরা ক্রিকেট দল অংশগ্রহণ করেন। ১০ ওভারের খেলায় নিউ মান্নান জুয়েলার্স ক্রিকেট দলকে সূর্যের ছেলেরা ক্রিকেট দল সুপার ওভারে পরাজিত করে জয় লাভ করেন।
খেলা শেষে আইকনিক ইউথ অর্গানাইজেশন মিনি নাইট ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনালে বিজয়ী দলকে ট্রফিসহ ৪হাজার টাকা ও রানারআপ দলকে ট্রফিসহ ৩ হাজার টাকা প্রদান করা হয় ।
Leave a Reply