১৫ ফেব্রুয়ারী, ২০২৪ ইং তারিখে বেলা ১০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ৩ নং দলদলী ইউনিয়ন পরিষদের হলরুমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় সভাপতিত্ব করেন ৩ নং দলদলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মোজ্জামেল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড এর ইউ,পি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যগণ, গ্রাম পুলিশ, সুশীল সমাজের প্রতিনিধি, ইমাম, শিক্ষক, বিদেশ ফেরত অভিবাসী ও সাংবাদিক প্রমূখসহ এলাকার আরও বিভিন্ন স্তরের প্রতিনিধিগন।
কর্মশালাটি সঞ্চালনা করেন, ইফ্ফাত আরা রাখী, সাইকো-সোশ্যাল কাউন্সেলর , ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন, মোঃ সোহেল রানা, সেক্টর স্পেশালিস্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন, রেজাউল করিম, এমআরএসসি কোঅর্ডিনেটর, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ। তিনি ব্র্যাক, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এবং প্রত্যাশা – ২ প্রকল্প সম্পকে বিস্তারিত আলোচনা করেন।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা-২ প্রকল্পের মাধ্যমে সম্ভাব্য অভিবাসীরা নিয়মিত উপায়ে, স্বল্প খরচে, প্রশিক্ষিত হয়ে কিভাবে বিদেশে যেতে পারেন এবং কোথায় থেকে কি ধরনের সেবা পাওয়া যাবে তা সকলের উদ্দেশ্য তুলে ধরেন। এছাড়াও ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত অভিবাসীদের মনোসামাজিক কাউন্সেলিং, সামাজিক পুনরেকত্রীকরণ এবং অর্থনৈতিক পুনরেকত্রীকরণ সহ, রেফারেল সেবার বিষয়ে উপস্থিতি সকলকে অবহিত করেন । এরপর তিনি বলেন যে, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অধীনে বাংলাদেশের ৩টি বিমান বন্ধর- ঢাকা, সিলেট ও চট্রগ্রাম জরুরি সহায়তা প্রদান করা হয়। বিদেশ আটকে পড়া ব্যক্তিকে ফেরত আনা, অসুস্থ অভিবাসীদের চিকিসা সহায়তা, দেশে লাশ আনতে সহায়তাসহ নানাবিধ ভালো কাজের সাথে আছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। তিনি সকলকে বলেন, বিদেশে গমনেচ্ছুক বা বিদেশ-ফেরত অভিবাসীদের যেকোনো প্রয়োজনে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, ভোলাহাট/ চাঁপাইনবাবগঞ্জ অফিস অথবা প্রতিনিধির সাথে যোগাযোগ করার অনুরোধ জানান।
এসময় বক্তব্য রাখেন প্রধান অতিথি জনাব মোঃ মোজ্জামেল হক। তিনি বলেন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম দলদলী ইউনিয়নসহ সকল চাপাইনবাবগঞ্জ বাসীর জন্য আশিবাদ। আমাদের জেলার জনগণ কোনভাবেই ইউরোপিয় ইউনিয়নের সহায়তা পেতনা যদি না ব্র্যাক প্রকল্প নিয়ে না আসতো। তাই, ব্র্যাক মাইগ্রেশন প্রোগামের প্রতি আমরা কৃতজ্ঞ। দলদলী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহায়তার করা হবে বলে আশ্বস্ত করেন। পাশাপাশি সকল ইউপি মেম্বারদেরকে ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত অভিবাসীদের খুজে দিতে বলেন। তিনি সবধরনের দুনীতি ও দালালদের থেকে নিরাপদে থাকতে সকলকে আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন।
সবশেষে সভাপতি জনাব মোঃ আব্দুর রহমান ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামকে অংশগ্রহণমূলক কর্মশালা আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষনা করেন।
কর্মশালাটি আয়োজনে সাবিক সহযোগিতা করেন, মোঃ বুলবুল আহমেদ, ফিল্ড অর্গানাইজার, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ।
Leave a Reply