নিজস্ব প্রতিবেদক – চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পোল্লাডাংগা হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর ( বিকেল সাড়ে ৪ টার দিকে পোল্লাডাংগা বাজারে মাদকবিরোধী সমাবেশটি অনুষ্ঠিত হয়।
পোল্লাডাংগা হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের সভাপতি মো: ইসরাইল আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাও: গোলাম কবির।
এসময় উপস্থিত থেকে মাদকবিরোধী বক্তব্য রাখেন, পোল্লাডাংগা হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের প্রধান উপদেষ্টা মাওঃ কারী আলাউদ্দিন, সংঘের সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা, ভোলাহাট থানা পরিদর্শক রামজীবন, পোল্লাডাংগা দীনমোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুজ্জামান, নাজিরপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোরিকুল ইসলাম, দলদলী ইউনিয়নের জামায়াতের আমীর মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তরা বলেন, মাদকের ভয়াল ছোবল সামাজিক ব্যাধিতে পরিনত হয়েছে। এজন্য সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাই মিলে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply