ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের উদ্যোগে ভোলাহাটে রেশম চাষী/ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৬ অক্টোবর) ভোলাহাট জোনাল রেশম সম্প্রসারণ কার্যালয়ে দিন ব্যাপি এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এর ‘বাংলাদেশ রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা শীর্ষক প্রকল্প (২য় পর্যায়)’ এর অর্থায়নে এবং জোনাল রেশম সম্প্রসারণ কার্যালয় ভোলাহাট এর বাস্তবায়নে এই রেশম চাষী/ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আনওয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এর পরিচালক মোহাম্মদ এমদাদুল বারী, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এর প্রকল্প পরিচালক ও প্রধান সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর রহমান ।
কৃষক সমাবেশে বক্তারা রেশম চাষের গুরুত্বারোপ করে বলেন, ভোলাহাট উজেলায় রেশম চাষের অনেক সম্ভাবনা রয়েছে। যা গত কয়েক’শ বছরে চাষ করে এখানকার রেশম চাষীরা প্রমাণ করেছেন।
বর্তমানে রেশম চাষ করে এ অঞ্চলের রেশম চাষীরা বেশ লাভবান হচ্ছেন। তাই এখানকার চাষীরা আরও বেশি বেশি রেশম চাষ তথা জমিতে তুঁত গাছ রোপন করে অনেক বেশি লাভবান হতে পারেন। কেননা রেশম চাষের জন্য জমিতে তুঁত গাছ লাগানোর পাশাপাশি সাথী ফসলও আবাদের সুযোগ রয়েছে। এতে করেও কৃষকেরা আর্থিকভাবে অনেক লাভবান হবেন। মূলতঃ তুঁত চাষের প্রতি কৃষকদের আরো বেশি বেশি আগ্রহী করে তোলার লক্ষ্যে এ কৃষক সমাবেশ বলে জানান বক্তারা।
উক্ত কৃষক সমাবেশে উপজেলার রেশম চাষীরা উপস্থিত ছিলেন। পরে রেশম চাষের গুরত্ব তুলে ধরে রেশম চাষীদের নিয়ে একটি র্যালী বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষীণ করে।
তিনি বলতে চাননি।
মোঃ জামিল হোসেন-০১৭২৪-১৬১৭২৪
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি-০৬-০১০-২০২৪ ইং।
Leave a Reply