নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ২ ডিসেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া কাউন্সিল বাজার এলাকা থেকে এ যাবৎকালের সব চেয়ে বড় মাদকের চালান ১০ কেজি হেরোইনসহ আলীম নামে এক অটো চালককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত অটো চালক ভোলাহাট উপজেলার তাঁতীপাড়ার মৃত মফিজ উদ্দিনের ছেলে অটো চালক মো. আবদুল আলীম (২১)। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১০ কোটি টাকা।
সোমবার রাত ১১টার দিকে র্যাব প্রেস-রিলিজে জানায়, গোয়েন্দা সূত্রে র্যাব চাঁপাই ক্যাম্প জানতে পারে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া কাউন্সিল বাজার এলাকায় ১ ব্যক্তি মাদক বিক্রির জন্য অবস্থান করছে। খবর পাবার পর র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল দ্রুত ঐ এলাকায় অভিযান পরিচালনা করে একটি অটো আটক করে।
পরে অটোতে থাকা টমেটো ভর্তি একটি প্লাষ্টিকের ক্যারেটের মধ্যে ২০টি প্যাকেটে ১০ কেজি হেরোইন উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা অটো চালক আলীমকে। আলীমের ইজিবাইক, একটি মোবাইল ফোন, দুটি সীমকার্ড, একটি মেমোরিকার্ড ও নগদ চার হাজার টাকাও উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে।
অভিযানের সময় আরো একজন অজ্ঞাত মাদক ব্যবসায়ী র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র্যাবের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানা গেছে প্রেস-বিজ্ঞপ্তি থেকে। -কপোত নবী।
Leave a Reply