নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার ৫৯ বিজিবি’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে। ২০১৫ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে এই ব্যাটালিয়নের যাত্রা শুরু হয়। এ উপলক্ষে দুপুরে আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে ও কেক কেটে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ। পরে প্রীতিভোজের আয়োজন করা হয়।
এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম।
১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল ফেরদৌস জিয়া উদ্দিন মাহমুদ, ১৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ হাসান, ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মাহমুদুল হাসান, ৫৩ বিজিবি’র পরিচালক লেঃ কর্ণেল মাহবুবুর রহমান খাঁন, ১৬ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল এ কে এম আরিফুল ইসলাম, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে এলাকার দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।- কপোত নবী।
Leave a Reply