হাসান আলী, গোমস্তাপুর: ৩ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবারঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র দাখিল করা হয়। আজ মঙ্গলবার দুপুরে গোমস্তাপুর উপজেলার নির্বাচন অফিসে চেয়ারম্যান পদপ্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নৌকা প্রতীক নিয়ে মনোনয়ন পত্র জমা দেয় মরহুম সাজাহান আনসারীর ছোট ভাই শাহ আল শফি আনসারী। সতন্ত্র পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেয় মনিরুজ্জামান সোহরাব ও শরিফ আনসারী। মনোনয়ন পত্র গ্রহণ করে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার রোকাব আলী দেওয়ান। ৬ সেপ্টেম্বর তিন বারের সফল চেয়ারম্যান সাজাহান আনসারীর অকাল মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূণ্য ঘোষণা করা হয়। আগামী ৩০ ডিসেম্বর এই ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply