নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের একটি উদ্যোগ হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। আর ডিজিটাল মানেই তথ্য প্রযুক্তি। এ তথ্য প্রযুক্তির সাহায্যেই আজ বঙ্গবন্ধু সাটেলাইট উৎক্ষেপন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে এমনি তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে হারিয়ে যাওয়া তিনটি স্বর্ণের চেইন, একটি মোবাইল ফোন, নগদ ৫২০ টাকাসহ প্রসাধন সামগ্রি মালিক তানিয়া বেগমকে ফিরিয়ে দেয়া হয়েছে।
২ ডিসেম্বর সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে মালিক তানিয়া বেগমের হাতে হারিয়ে যাওয়া ভ্যানিটি বাগ তুলে দেন বালুগ্রাম তাহিরপুরর গ্রামের আব্দুস সালামের স্ত্রী লতিফা বেগম।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আইসিটি শাখার এএসআই মো. জাহাঙ্গীর আলম জানান, গত ১৩ নভেম্বর শিবগঞ্জ উপজেলার আখিরা গ্রামের মোতাল্লেবের স্ত্রী তানিয়া বেগম ব্যাটারি চালিত অটোবাইক যোগে নাচোল উপজেলার মল্লিকপুর হতে সদর উপজেলার মহিপুর আসেন।
এ সময় অসাবধানতাবশত তানিয়া বেগমের রাখা তিনটি স্বর্ণের চেইন, একটি মোবাইল ফোনসহ বেশ কিছু প্রসাধন সামগ্রি ভর্তি ভ্যানিটি ব্যাগ ওই অটো বাইকে রেখে নেমে বাড়ি চলে যায়। পরে ভ্যানিটি ব্যাগটি হারিয়ে গেছে মর্মে তানিয়ার স্বামী মোতাল্লেব সদর থানায় জিডি করেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে হারানো মালামাল উদ্ধার করে দেয় পুলিশ।-কপোত নবী।
Leave a Reply