নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ১৭ বোতল ফেনসিডিলসহ ২ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা রাজশাহীর তানোর উপজেলা ক্যাম্পাস এলাকার মো. মোসলেম আলীর ছেলে মো. মোজাম্মেল হক (৩০) ও একই এলাকার মো. আরশাদ আলীর ছেলে মো. সোহেল রানা (২৮)।
নাচোল থানার এসআই শিশির চক্রবর্তী জানান, ৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যা পৌণে ৮ টার দিকে নাচোল উপজেলার কালইর রেলগেট এলাকায় পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমানের নের্তৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আমিসহ সঙ্গীয় ফোর্স ১৭ বোতল ফেনসিডিলসহ রানা ও মোজাম্মেলকে হাতেনাতে গ্রেফতার করি।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। -কপোত নবী।
Leave a Reply