নিজস্ব প্রতিবেদক:চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার অভিগম্য আগামীর পথে (The Future accessible) এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে সকাল ১০টার দিকে কলেজ মোড়স্থ প্রতিবন্ধী বিদ্যালয়ে
দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ভাইস চেয়ারম্যান গোরিবুল্লাহ দবির,সমাজসেবা কর্মকর্তা নাসিমুল ইসলাম,প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা বেগমসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী বৃন্দ।
এ সময় অতিথিদের গান গেয়ে গুনান প্রতিবন্ধীরা আমরা ১৬ কোটি বাংগালীর ১৬কোটি প্রতিবন্ধী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,প্রতিবন্ধী স্কুলের শিক্ষক আব্দুর রাকিব।
এ সময় বক্তারা বলেন,প্রতিবন্ধীদের অবহেলা না করে তাদের পাশে আমাদের থাকতে হবে।প্রতিবন্ধীরাও ভাল মন্দ বুঝেন,তাদেরও ক্ষুধা লাগে।
Leave a Reply