নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : “অভিগম্য আগামীর পথে” প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ তম আন্তর্জাতিক এবং ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবস নানা আয়োজনে পালন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
দিবসটি পালন উপলক্ষে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা এবং প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মোসা. উম্মে কুলসুমের সভাপতিত্বে
আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন,
জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
আরো বক্তব্য দেন, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এবং জেলা প্রতিবন্ধী
বিষয়ক কর্মকর্তা মীর সামীম হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধিরা বোঝা নয় বরং তারা আমাদের মতই
মানুষ। এই মানুষগুলোকে মূলধারায় নিয়ে আসা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আর
তাদের নির্দিষ্ট বিষয়ের উপর ট্রেনিং দিতে পারলে তারা সাধারণ মানুষের চেয়ে
ভাল কিছু করতে পারবে। আর তাই তাদের সাথে একজন স্বাভাবিক মানুষের মতোই
আচার ব্যবহার করতে আহবান জানানো হয় আলোচনা সভায়।
এ সময় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সমাজ সেবা অফিসার মো. সিরাজুম মনির
আফতাাবী, সদর উপজেলার নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, প্রয়াস মানবিক
উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মো. হাসিব হোসেন, নবজাগরণ প্রতিবন্ধী
সংস্থার সহকারী পরিচালক মো. আমিনুল ইসালাম, সমতা নারী উন্নায়ন সংস্থার
পরিচালক আফসানা আক্তার, ডিপিওডি জেলা শাখার পরিচালক আব্দুল মতিনসহ সদর
উপজেলা প্রতিবন্ধী বিদ্যালয়, সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। পরে প্রত্যেক প্রতিবন্ধীদের হাতে জেলা
প্রশাসকের পক্ষ থেকে কম্বল তুলে দেয়া হয়।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ধরন অনুযায়ী মোট প্রতিবন্ধীর সংখ্যা ২৫,৪৯৯ জন। এর মধ্যে ১৫ হাজার ২১০ জন প্রতিবন্ধী ভাতা পাই এবং ১ হাজার ১৪৮ জন প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি পায় বলে সভায় জানানো হয়।-কপোত নবী।
Leave a Reply