নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি টিম সহকারী পরিচালক মো. জহিরুল ইসলামের নেতৃত্বে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে পৌর এলাকার নিউমার্কেটে বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করে ৩ টি মুরগির দোকান মালিককে ১১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জানা গেছে, জেলায় নিয়মিত বাজার তদারকিমূলক অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মুরগি প্রক্রিয়াজাতকরণ ও বিক্রির অপরাধে ৭ টি প্রতিষ্ঠান পরিদর্শন শেষে ৩ প্রতিষ্ঠান মালিককে ১১ হাজার টাকা জরিমানা আরোপ ও নগদ আদায় করা হয়।
মোস্তাকিম ব্রয়লার হাউসকে পাঁচ হাজার টাকা, আল-আমিন ব্রয়লার হাউসকে তিন হাজার টাকা ও ডিজিটাল মুরগি ঘরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. কোবাদ আলী ও সদর মডেল থানা পুলিশ। অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে সকলকে উদ্বুদ্ধ করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মো. জহিরুল ইসলাম। – কপোত নবী।
Leave a Reply