নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলা মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭৫ বোতল ফেনসিডিলসহ ২ জন যুবককে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ডুগুপাড়ার এম হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (২৩) ও একই এলাকার আকাশ আলীর ছেলে মো. অসিম (২২)। ওসি মো.জিয়াউর রহমান পিপিএম জানান, ৫ ডিসেম্বর শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে শিবতলা মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল ৭৫ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আনোয়ার ও অসিমকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সদর উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি জিয়াউর রহমান পিপিএম। -কপোত নবী।
Leave a Reply