নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ ২ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের জেলা গোয়েন্দা শাখার একটি টিম।
গ্রেপ্তার কৃতরা জেলার গোমস্তাপুর উপজেলার উপর দামইল রাধানগর এলাকার
মৃত নওশাদ আলীর ছেলে মো. রুবেল (৩০) ও টমপাড়া রাধানগর এলাকার মো. আব্দুর রশিদের ছেলে মো. সেলিম (৩৫)।
গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ ২ জন ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি বাবুল উদ্দিন সরদার। -কপোত নবী।
Leave a Reply