নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেনের কর্তৃক পোলাডাংগা স্বর্নকাপ টুর্নামেন্টের খেলার মাঠে বিএসডি ঢাকা দলের সাথে খারাপ আচরণ,ও খারাপ গালিগালজ, দাড়ি নিয়ে কট্যুক্তির বিরুদ্ধে মানববন্ধন করেছে বৃহত্তর বাজরাটেক এলাকাবাসী।
উপজেলার মেডিকেল মোড় প্রেসক্লাবের সামনে রোববার সকালে ওই মানবন্ধন কর্মসূচি পালিত হয়।
এলাকার কয়েক’শ মানুষ মানব বন্ধনের মাদ্যমে উপজেলা চেয়ারম্যানের পদ ত্যাগ ও বিচার দাবি করেন।
জানা গেছে গত শুক্রবার পোলাডাংগা ফুটবল খেলা ছিল বিএসডি ঢাকা বনাম পোলাডাংগা। ঢাকা ফাউলের মাধ্যমে প্লান্টি পেলে তা তাদের দেওয়া না হলে এ সময় খেলা শেষ না করেই ঢাকা ফুটবল দল মাঠ থেকে উঠে যাওয়ার চেষ্টা করলে উপজেলা চেয়ারম্যান ঢাকার অধিনায়ক হাবিবকে বলেন ধরে নিয়ে আয় দাড়িওয়ালা হাবিবকে এ বলে তাকে লাঞ্চিত করা হয়।
এ নিয়ে ভোলাহাটের জনমনে বিক্ষুব্ধ মনোভাব বিরাজ করছে।
ঘন্টাব্যাপী এ মানব বন্ধনে উপস্থিত ছিলেন,গোহালবাড়ী ইউপি সদস্য ইয়ারুল মেম্বার,সব্জা স্কুলের সহকারী শিক্ষক রবিউল হক,সাবেক সেনা সদস্য নাসির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী সানাউল্লাহ সোনা,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলিম,নিয়ামত আলী মাষ্টার,রবিউল হক,নুর হোসেন,জিল্লুর রহমান ও রফিকুল ইসলাম রানাসহ অন্যরা।
ঢাকা দলের দাবি আমরা ভোলাহাটে খেলতে এসেছিলাম মাদক ও বাল্য বিবাহ নিয়ে ভোলাহাটবাসীকে সচেতন করতে ইতিমধ্যে আমরা বাধাপ্রাপ্ত হয়েছি কিন্তু আমরা থেমে যাবোনা ইনশাআল্লাহ।
Leave a Reply