নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ পিপিএম এর নেতৃত্বে ৮ ডিসেম্বর রোববার দুপুর ২ দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৪ নং ওয়ার্ডের আজাইপুর কাজীপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৫০ পিস এ্যাম্পল ইঞ্জেকশনসহ মোর্শেদ নামে ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি পৌর এলাকার আজাইপুর মাঝপাড়া মহল্লার শিষ মোহাম্মদের ছেলে গোলাম মোর্শেদ (৪৫)।
রোববার বিকেল সোয়া ৪ টার দিকে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাই ক্যাম্প জানতে পারে আজাইপুর এলাকায় মাদক বিক্রির জন্য ১ ব্যক্তি অবস্থান করছে। খবর পাবার পর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ পিপিএম এর নেতৃত্বে ঐ এলাকায় অভিযান পরিচালনা করে ২৫০ পিস এ্যাম্পল ইঞ্জেকশনসহ মোর্শেদ কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আটককৃত মাদকের মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। -কপোত নবী।
Leave a Reply