নিজস্ব প্রতিবেদক, চাঁ. নবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম’কে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
৮ ডিসেম্বর বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) দেবেন্দ্র নাথ ওরাঁওসহ অন্য কর্মকর্তাবৃন্দ। কাঁসার তৈরি ঐতিহাসিক সোনামসজিদ খোঁচিত একটি শোপিসও চৌধুরী রওশন ইসলামের হাতে তুলে দেন জেলা প্রশাসক।
উল্লেখ্য, ২০১৮ সালের ১ জুলাই শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার শফিকুল ইসলাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এতে উপজেলা নির্বাহী অফিসারের পদটি শুন্য হয়। এক মাস ২০ দিন ধরে উপজেলা নির্বাহী অফিসার খালি থাকার পর ২০১৮ সালের আগস্ট মাসে চৌধুরী রওশন ইসলাম দায়িত্ব গ্রহণ করেছিলেন।- কপোত নবী।
Leave a Reply