শিরোনাম
রাণীনগরে আলোচিত মাদক ব্যবসায়ী গ্রেফতার-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-বরেন্দ্র নিউজ সাপাহারে ফসলী জমি কেটে নির্ধারিত স্থানে পানির লাইন না বসিয়ে অর্থের বিনিময়ে অন্য স্থানে বসানোর অভিযোগ-বরেন্দ্র নিউজ বাংলাদেশকে জুলুম অত্যাচার হাত থেকে রক্ষা করতে ইসলামী রাষ্ট্রের বিকল্প নেই-অধ্যাপক মুজিবুর রহমান খুলনার দাকোপ ছাত্র লীগের জন্মদিন পালনে আটক-৩-বরেন্দ্র নিউজ সাপাহারে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনে অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ গণ অধিকার পরিষদের কুড়িগ্রাম জেলা কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন-বরেদ্র নিউজ সীমান্তবর্তী উপজেলা ডিমলায় শতাধিক এতিম শিশুকে ইউএনওর কম্বল উপহার-বরেন্দ্র নিউজ সাপাহারে ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত-বরেন্দ্র নিউজ পৃথিবী সংবাদ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-বরেন্দ্র নিউজ
ভোলাহাটে বিজিবি-বিএসএফ পিস পার্টনার চূড়ান্ত ভলিবল খেলা অনুষ্ঠিত

ভোলাহাটে বিজিবি-বিএসএফ পিস পার্টনার চূড়ান্ত ভলিবল খেলা অনুষ্ঠিত

মোঃ জামিল হোসেন,ভোলাহাট: বিজিবি-বিএসএফ উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক আরো উন্নত ও গতীশিল করতে বিজয়ের মাসে বিজিবি-বিএসএফ যৌথ পিস পার্টনার ভলিবল প্রতিযোগিতা -২০১৯ চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ ডিসেম্বর হতে উভয় বাহিনীর ব্যবস্থাপনায় এ ভলিবল খেলা পরিচালিত হয়ে আসছে। এ ভলিবল প্রতিযোগিতায় রাজশাহী সেক্টরের ১৬,৫৩ ও ৫৯ বিজিবি বিএসএফ মাদলা সেক্টরের ২৪,৩৫, ৪৪, ৬০, ৭৮ ও ১৪১ বিএসএফ ব্যাটালিয়ন এ খেলায় অংশ গ্রহণ করে। দুটি গ্রুপে মোট ৬টি দল অংশ গ্রহন করে। প্রত্যেক দলে বিজিবি সদস্যের ৫জন বিএসএফ সদস্যের ৫জন সমভাবে অংশ গ্রহন করে। এ খেলা বাংলাদেশ ও ভারত উভয় দেশে অনুষ্ঠিত হয়। ভলিবল খেলা বাংলাদেশের ভিতর অনুষ্ঠিত খেলাসমূহ বিজিবি ও ভারতের ভিতরের খেলা সমূহ বিএসএফ’র সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত হয়। প্রাথমি পর্যায়ের ২টি গ্রুপের প্রতিযোগিতায় “এ” গ্রুপের পিপি-৬ এবং “বি” গ্রুপের পিপি-৪ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ন হয়। পরে ১২ ডিসেম্বর বিকেল ৩টার দিকে ভোলাহাট উপজেলার পাবলিক ক্লাব (গোপিনাথপুর) ফুটবল মাঠে পিপি-৬(৫৩ বিজিবি ও ৩৫ বিএসএফ) এবং পিপি-৪(৫৯ বিজিবি ও ৪৪ বিএসএফ) এর মধ্যে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত খেলায় পিপি-৪(৫৯ বিজিবি ও ৪৪ বিএসএফ) রানারআপ এবং পিপি-৬(৫৩ বিজিবি ও ৩৫ বিএসএফ) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ সময় সমাপনী অনুষ্ঠানে বিজিবি রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার বিপিএম,জি, কর্নেল তুহিন মোহম্মদ মাসুদ , মালদা বিএসএফ সেক্টর কমান্ডার শ্রী সঞ্চয় গৌড়, বিএসএফ বেহারামপুর ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার শ্রী রাজপাল সিং উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের মাঝে ট্রফি, মেডেল ও পুরষ্কার বিতরণ করেন। এছাড়াও প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ব্যাটালিয়ান অধিনায়ক, স্টাফ অফিসার, প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনতাসহ ২ সহস্রাধীক মানুষ উপস্থিত থেকে এ খেলা উপভোগ করেন। উল্লেখ্য বিজিবি ও বিএসএফ উভয় সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক গতিশীল ও উন্নততর করার উদ্দেশ্যে ভবিষ্যতেও এ ধরণের খেলাধূলার আয়োজন অব্যহত থাকবে বলে উভয় দেশের সেক্টর কমান্ডারগণ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




<figure class=”wp-block-image size-large”><img src=”http://borendronews.com/wp-content/uploads/2020/07/83801531_943884642673476_894154174608965632_n-1-1024×512.jpg” alt=”” class=”wp-image-17497″/></figure>

© All rights reserved © 2019 borendronews.com
Design BY LATEST IT