১৬ ডিসেম্বর সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসের নানান কর্মসূচি সূচনা করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্ব শাসিত ও ব্যক্তি মালিকানাধীন ভবনসমূহে।
এর পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন, সদ্য পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খাঁন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. ইকবাল হোছাইন, সদর মডেল থানার ওসি মো. জিয়াউর রহমান পিপিএমসহ অন্য অফিসারবৃন্দ।
পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ এ জাতির পিতার প্রতিকৃতিতেও পুষ্পমাল্য অর্পণ করা হয়। শেষে পুলিশ অফিসারবৃন্দ ডা. আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে কুচকাওয়াজ এ সালাম গ্রহণের জন্য উপস্থিত হন।-কপোত নবী।
Leave a Reply